এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ হিসেবে শোলাকিয়া ঈদগাহ সর্বজন বিদিত। এ ঈদগাহে ঈদের জামায়েতে প্রায় দু’লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লীগণ পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন। কথিত আছে যে, বহু বছর আগে এই ঈদগাহের একটি জামাতে সোয়ালাখ মুসুল্লীর সমাগম ঘটেছিল। এ সোয়ালাখ শব্দটিই পরবর্তীতে ‘শোলাকিয়া ঈদগাহ’ নামে পরিচিত হয়ে উঠে। কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে প্রায় ৬.৬১ একর জমিতে অবস্থিত। উক্ত ঈদগাহে যাওয়ার সহজ উপায় শহরের যে কোন স্থান হতে রিক্সা। কিশোরগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেলে আবাসনের ব্যবস্থা রয়েছে শহরের ক্যাসেল সালাম, গাংচিল, হোটেল উজানভাটি, হোটেল শ্রাবনী, হোটেল আলমোবারকসহ আরো অনেক আবাসিক হোটেল রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS